Sale!

কেমন ছিল নবীজীর সা. আচরণ ২য় খণ্ড

Original price was: ৳740.Current price is: ৳459.

আজ থেকে ১৪০০ বছর আগে এক মহামানব এসেছিলেন এই ধরায়। যার সান্নিধ্যে মরু প্রস্তরময় আরবের বুকে বয়েছিলো শান্তির ঝরণাধারা। আইয়ামে জাহিলিয়াত রূপান্তরিত হয়েছিলো খাইরুল কুরুনে। যার  সস্নেহ ভালোবাসায় মরুদস্যু লুটেরা বাহিনীও হয়ে গিয়েছিলো সর্বোৎকৃষ্ট। কেমন ছিলেন তিনি? কেমন ছিলো তাঁর আচরণ ? যার সম্পর্কে স্বয়ং রব্বুল আলামীন বলেছেন ‘আপনি সুমহান চরিত্রের অধিকারী’?  পরিবারের সাথে তাঁর আচরণ কেমন ছিলো? আত্মীয়দের সাথে তাঁর আচরণ কেমন ছিলো? কেমন ছিলো প্রতিবেশীদের সাথে তাঁর আচরণ? কেমন ছিলো সাধারণ মুসলমানদের সাথে আচরণ? কী এমন মায়া ছিল তাঁর আচরণে, কী এমন আকর্ষণ ছিলো যার ফলে সঙ্গী সহচরদের প্রত্যেকেই মনে করতেন তিনি আমাকেই সবচেয়ে বেশী মুহাব্বত করেন ?   নবীজীর সেই মধুর আচরণ-বিচরণের খণ্ড খণ্ড চিত্রগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে ‘কেমন ছিলেন নবীজীর (সা.) আচরণ’ এই বইটিতে। পড়তে পড়তে প্রিয় পাঠক! আপনি হারিয়ে যাবেন মদীনার অলিতে গলিতে। দেখবেন হযরত আবু বকর (রাজি.), উসমান (রাজি.), উমার (রাজি.) দের,  শুনবেন হযরত খাদিজা (রাজি.) আয়েশা (রাজি.), ও ফাতিমা রাজিয়াল্লাহু আনহাদের গল্প। দেখবেন ইহুদী-নাসারা মুনাফিক-মুশরিক-পৈাত্তলিকদের কূট-কৌশলের জাল। শুনবেন রাতের দুআ সিজদায় সমর্পিত সেই মানুষটির ‘উম্মাতী উম্মাতী’ ‘ফরিয়াদ’। পাবেন প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েও ক্ষমা করে দেওয়ার ঘটনা।