ইসলামের প্রতিটি বিধানই মানুষের কল্যাণের জন্য এবং তা তাদের পক্ষে সাবলীলভাবে পালনের উপযোগীও বটে। মানুষের পক্ষে পালন করা অসম্ভব, এমন কোনো বিধান ইসলাম মানুষের ওপর চাপিয়ে দেয়নি। ইসলাম মানুষের সকল অবস্থা ও প্রেক্ষাপটের প্রতি লক্ষ রেখেছে এবং প্রত্যেক অবস্থার জন্য তার উপযুক্ত বিধান দিয়েছে। বিশেষ কোনো বিধান পালনে অক্ষম ও অসুস্থ ব্যক্তির জন্য ছাড় কিংবা বিকল্প ব্যবস্থা রেখেছে। ইসলামের প্রতিটি বিধান নিয়ে চিন্তাভাবনা করলে এটা স্পষ্ট যে, ইসলাম সত্যি উদারতা ও সহজতার দ্বীন।
প্রিয় পাঠক, বিধিবিধান প্রণয়নে ইসলামে যে কতটা উদারতা ও সহজতার প্রতি লক্ষ রাখা হয়েছে, এমন চমৎকার কিছু চিত্রই তুলে ধরেছেন ড. আব্দুল আজিজ আব্দুর রহমান বিন আলি রবিআহ তার অনন্যসাধারণ রচনা ‘সুয়ারুম মিন সামাহাতিল ইসলাম’ গ্রন্থে। ইবাদত-বন্দেগি, লেনদেন, মানুষের ব্যক্তিগত জীবন, দণ্ডবিধি ও শাস্তি সর্বোপরি সামগ্রিক ক্ষেত্রে ইসলামের উদারতা ও সহজতার চিত্র নিয়ে সাজানো এই চমৎকার গ্রন্থটির সরল অনুবাদ রুহামার এবারের প্রয়াস ‘ইসলামের উদারতা’ বইটি। আশা করি, এটি আমাদের সকলের জন্য শিক্ষণীয় হবে ইনশাআল্লাহ।